বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ১১:১৯:৩৯

সিলেটের পর এবার মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান, চলছে গুলাগুলি

সিলেটের পর এবার মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযান, চলছে গুলাগুলি

আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজারঃ সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযান শেষ হবার পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, বুধবার ভোর রাত থেকে সেখানে গুলাগুলির শব্দ শুনা যাচ্ছে। শহরের মধ্যে বড়হাট মাদ্রাসার পাশে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সরকার বাজারের ফতেপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে ফতেপুরের একটি বাড়িতে  পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় জঙ্গি সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না পুলিশের একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, "তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে, এরপরও জঙ্গি আছে কিনা  কোন সন্দেহের কারন দেখছি না।

স্থানীয় একজন সাংবাদিক জানান, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গেছে এরপর সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
২৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে