রবিবার, ১৭ জুন, ২০১৮, ০৯:৪৬:৫১

মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক

মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক। উদ্বেগ, উৎকণ্ঠায় সময় পার হচ্ছে মৌলভীবাজার শহরবাসীর। যেকোনো মুহূর্তে শহর প্রতিরক্ষা দেয়াল অতিক্রম করে শহরে পানি ঢুকতে পারে। শহরের পাশ দিয়ে প্রবাহিত মনু নদীর পানি বৃদ্ধির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শহরের বিভিন্ন দোকান ঘর ও বাসা বাড়ির নিচ তলার মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকতে আজ শনিবার শহরে মাইকিং করা হচ্ছে। এতে শহরবাসীর মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।

গত দু’দিন ধরে শহর প্রতিরক্ষা বাঁধের নিচ দিয়ে পানি চুঁয়ে শহরের দিকে প্রবেশ করায় এম সাইফুর রহমান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে গত শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা বাজারের পূর্বে মনু নদী প্রকল্প বাঁধের দুটি স্থানে ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নসহ হাওর কাউয়াদীঘি অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মৌলভীবাজার-কুলাউড়া সড়ক রাজনগরের কদমহাটা থেকে মহলাল পর্যন্ত বন্যাকবলিত হওয়ায় এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলা সদরের সাথে রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কদমহাটা এলাকার দুটি ভাঙ্গনসহ মনু ও ধলাই নদীর ১৫টি ভাঙনে জেলার ১০টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের কারণে মনু নদের পানি মৌলভীবাজার শহরের কাছে বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার দুপুর একটায় শহরে কাছে চাঁদনীঘাটে মনু নদের পানি বিপৎসীমার ১৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আর কয়েক ইঞ্চি পানি বৃদ্ধি হলে শহরের পশ্চিমবাজার এলাকায় প্রতিরক্ষা বাঁধ অতিক্রম করে শহরে পানি প্রবেশ করবে। পশ্চিমবাজার এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে শহরে পানি ঢুকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে