মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৬:৫১:০৬

খালেদার বিরুদ্ধে নড়াইলে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদার বিরুদ্ধে নড়াইলে গ্রেপ্তারি পরোয়ানা

নড়াইল : মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের একটি আদালত।

আজ মঙ্গলবার নির্ধারিত দিনে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক জাহিদুল আজাদ।

নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে গত বছরের ২৪ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,  গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় খালেদা জিয়া ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন বলা হয়।  কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন তা নিয়ে বির্তক আছে।’

একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি স্বাধীনতা চাননি।  পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।  স্বাধীন বাংলাদেশ চাননি।’

তার বক্তব্য বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয় এবং পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।  মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা এবং জাতির জনকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ায় এ মামলাটি দায়ের করেন রায়হান ফারুকী ইমাম।
২৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে