শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ০৪:৩৫:৫৫

মাশরাফির নির্বাচনী মাঠের অবস্থা কী? যা জানা গেল

 মাশরাফির নির্বাচনী মাঠের অবস্থা কী? যা জানা গেল

নিউজ ডেস্ক: মাশরাফির নির্বাচনী মাঠের অবস্থা কী? ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা আগামী সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় এ আসনের বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের কপাল পুড়তে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে এ আসন থেকে দলীয় মনোনয়নপত্র ক্রয় এবং জমা দিয়েছেন মাশরাফি।

নড়াইল পৌর, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ ও তরুণ সমাজ অভিনন্দন জানিয়ে বলেছেন, মাশরাফি এমপি হলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন সংঘটিত হবে। এদিকে মাশরাফি এ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্তে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতা তার পক্ষে প্রকাশ্যে-অপ্রকাশ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।

নড়াইল-২ আসনটি নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনের বর্তমান এমপি ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টি নেতা শেখ হাফিজুর রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্কার্স পার্টির এক নেতা বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখেননি। তিনি তার স্ত্রী, শ্যালক, আত্মীয়-স্বজন, দলের ছোট একটি অংশ এবং দলের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কিছু মানুষের সঙ্গে চলাফেরা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে