শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৩:৪১:৫৩

বিয়ে করতে এসে বাসরঘরের রাত কাটলো কারাগারে!

বিয়ে করতে এসে বাসরঘরের রাত কাটলো কারাগারে!

নড়াইল : বাল্যবিয়ে বন্ধে খুবই সতর্ক সরকার।  জেনেশুনেও বিভিন্ন জায়গায় বাল্যবিয়ে হচ্ছে।  ধরাও খাচ্ছে অনেকে।  ধরা খেয়ে বাসরঘরের পরিবর্তে অনেকের রাত কাটছে কারাগারে।  

এমনই ঘটনা ঘটেছে নড়াইলের লোহাগড়ায়।  বাল্যবিয়ে করতে আসা বরকে সাতদিনের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথ পাড়া গ্রামের মৃত আজগর মণ্ডলের মেয়ে ও হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শাহিনুর খানমের (১৪) সাথে মাগুরা জেলার চর বাটাজোড় গ্রামের আজগর মোল্যার ছেলে শহিদুল ইসলামের (২১) বিয়ের আয়োজন করা হয়।  বরের বাড়িতে বাসরঘর সাজানোর কাজও শেষের দিকে।  কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর শহিদুল ইসলাম, কাজী আজিজুর ইসলামকে (৫০) সাতদিনের কারাদণ্ডের আদেশ দেন।  এতে বাসরঘরের পরিবর্তে রাত কাটাতে হলো কারাগারে।

এদিকে কনের অভিভাবক ভাই শিমুল মণ্ডলকে তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে