শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০১:৫৩:৩৯

ফজলুর রহমান পটল আর নেই

ফজলুর রহমান পটল আর নেই

নাটোর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ও নাটোরের লালপুর-বাগাতিপাড়ার সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ভারতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভূগছেন।  মৃতুকালে তিনি দুই পুত্র দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ভারতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার পরিবারের কাছে এই সংবাদ আসলে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার সন্তান রাজন তার বাবার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বৈচিত্র রাজনৈতিক জীবনের অধিকারী পটল প্রথমে ছাত্রলীগের রাজনীতি করলেও পরে যোগ  দেন বিএনপিতে।

নাটোরের লালপুর-গুরুদাসপুর থেকে তিনি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে সমাজ কল্যান প্রতিমন্ত্রী ও পরে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক এই ছাত্রনেতা। স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয়া পটল বিএনপির বিভিন্ন পর্যায়ে নেত্রীর আস্থাভাজন নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে