বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:৪১:২২

ঘুষের টাকা গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলেন এমপি

ঘুষের টাকা গ্রাহকদের হাতে ফিরিয়ে দিলেন এমপি

নাটোর থেকে : বিদ্যুৎ সংযোগের নামে কয়েকজন ব্যক্তির আত্মসাৎ করা উৎকোচের টাকা গ্রাহকদের হাতে ফিরিয়ে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত রাখলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি।

গত মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রামের মৃধা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে উপজেলার মৃধা কচুয়া ও দৌলতপুর গ্রামে ১ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৪.৫৬১ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের মাধ্যমে মোট ২৯২ জন গ্রাককের জন্য বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এ সময় সাবেক ওয়ার্ড মেম্বার জিনাত আলীসহ ৩-৪ জন লোক সংযোগ দেয়ার নামে ৮৪ জন গ্রাহকের কাছ থেকে মোট দুই লাখ টাকা উৎকোচ নেন। পরে সে টাকার একটি বড় অংশ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চেয়ারম্যান ফুলবার হোসেনকে টিফিন ক্যারিয়ারে করে পৌঁছে দেন। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে জেনে আবদুল কুদ্দুস এমপি আত্মসাৎ করা টাকা ফেরত দেয়ার জন্য আদায়কারীদের চাপ দেন। অবশেষে দুই বছর পর তারা টাকা তার হাতে ফেরত দিলে তিনি মঙ্গলবার অনুষ্ঠানের মঞ্চে গ্রাহকদের তাদের টাকা বুঝিয়ে দিয়ে সংযোগ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চেয়ারম্যান আবদুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি ছাড়াও জিএম নিতাই কুমার সরকার, এজিএম (এমএস) গোলাম ইখতিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি বলেন, সমিতি বোর্ডের চেয়ারম্যানসহ কয়েকজন লোক গ্রাহকদের কাছ থেকে উৎকোচ নিয়ে খুবই গর্হিত কাজ করেছেন। ভবিষ্যতে কেউ এভাবে উৎকোচ চাইলে তাকে অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করেন তিনি।

এদিকে কচুয়া গ্রামের কৃষক আবেদ আলী (৪৫) বলেন, ‘আমি সব টাকাই ফেরত পাইছি। এ টাকা যে ফেরত পাবো তা ধারণাও করতে পারিনি।’

মৃধা কচুয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জাবেদ আলী বলেন, ‘তদবির না করলে বিদ্যুৎ পাওয়া যাবে না বলে ওরা টাকা নিছিলো। কিন্তু টাকা দেয়ার কয়দিন বাদেই সব জানাজানি হয়। এমপি সাহেবও শুনেছিলেন। এ কারণে তিনি আমাদের ওপর রাগ করে এতদিন বিদ্যুৎ দিতে দেননি। আজ টাকাও দিছে, বিদ্যুৎও দিছে।’

এ ব্যাপারে সাংসদ আবদুস কুদ্দুস টাকা ফেরত দেয়ার কথা স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী সরকারি টাকায় জনগণকে বিদ্যুৎ সরবরাহ করছেন। এক্ষেত্রে কিছু লোক তদবিরের নামে টাকা তুলবে তা তো হতে পারে না। আমি বিষয়টি জানতে পেরে ভীষণ রেগে ছিলাম এবং টাকা ফেরত না দিলে বিদ্যুৎ সংযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

তিনি বলেন, অবশেষে টাকা ফেরত দিতে পেরে ভালো লাগছে। তবে টাকা আদায়কারীদের পরিচয় জানাতে তিনি রাজি হননি। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তাও বলেননি।

প্রসঙ্গত গত অক্টোবরে একই উপজেলার চড়ইকুল গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার আগমুহূর্তে তিনি তদবির বাবদ আদায় করা সোয়া দুই লাখ টাকা দুই দফায় গ্রাহকদের মাঝে ফেরত দিয়েছিলেন। এমজমিন

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে