বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৪৭:৩৭

টলির সঙ্গে ধাক্কা, সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৩

টলির সঙ্গে ধাক্কা, সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৩

নাটোর : নাটোরের গুরুদাসপুরে শ্যালো ইঞ্জিনচালিত টলি নামের একটি অবৈধ যানের সঙ্গে সেনাবাহিনীর একটি মাইক্রো গাড়ি ধাক্কা খেয়ে সড়কের ১৫ ফুট নিচে পড়ে যায়। এতে সেনাবাহিনীর ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাঁসামারি হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে নয়ন নামের একজনের অবস্থা আশংকজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর বাকি দুই সদস্যকে স্থানীয় গুরুদাসপুর হাসপতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- তৌহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম।
 
এছাড়া এই দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়িতে থাকা প্রশিক্ষিত একটি কুকুর মারা যায়।
 
বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম শামসুর নূর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্যালো ইঞ্জিনচলিত টলিটি হঠাৎ ডানদিকে মোড় নিলে পেছন থেকে সেনাবাহিনীর দ্রুতগামী একটি মাইক্রো গাড়ি এই অবৈধ যানের সঙ্গে ধাক্কা খায়। এতে সেনাবাহিনীর গাড়িটি সড়কের পনের ফুট নিচে ছিটকে পড়ে।
 
তিনি বলেন, এই ব্যাপারে মামলা হবে। হাইওয়েতে এ ধরনের অবৈধ যান চলতে দেয়া হবে না।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে