বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ০২:১৩:৪১

জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরে যুগ্ম সচিবের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরে যুগ্ম সচিবের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নাটোর প্রতিনিধি: নাটোরে সদর উপজেলার বড় হরিশপুর বাগানবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা থেকে বাড়িটি ঘেরাও করে পুলিশ। এরপর বগুড়া থেকে পুলিশের বিশেষ টিম আসার পার দুপুর ১টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান।

নাটোর পুলিশ লাইনের সীমানা প্রাচীর সংলগ্ন তিনতলা ওই বাড়িটির মালিক অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আলহাজ আমজাদ হোসেন।পুলিশ বাড়িটি ঘেরাওয়ের পর তিনি বাসা থেকে বের হয়ে আসেন।

আমজাদ হোসেন পুলিশকে জানান, প্রায় চার মাস আগে আরিফ হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী সুফিয়া বেগমের আইডি কার্ড দেখিয়ে বাসা ভাড়া নেয়।
সদর থানার ওসি মসিউর রহমান বলেন, ‘ভেতরে জঙ্গি থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নাটোর জেলা পুলিশ ছাড়াও বগুড়া থেকে আসা পুলিশের একটি বিশেষ বাহিনী অভিযানে যোগ দিয়েছে।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে