রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৩:২৮

বন্যার্তদের সাথে ঈদের খাবার খেলেন প্রতিমন্ত্রী পলক

বন্যার্তদের সাথে ঈদের খাবার খেলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর থেকে : নাটোরের সিংড়া উপজেলার বন্যার্ত মানুষদের সঙ্গে ঈদের সকাল ও দুপুরের খাবার খেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে স্থাপিত আশ্রয়কেন্দ্রে ও দুপুরে আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রের মেঝেতে বসে তিনি বানভাসিদের সঙ্গে খাবার খান।

ইউএনও আতিফ মাহমুদ বলেন, ‘ঈদের নামাজ শেষে তিনি (পলক) দুই ছেলে অপূর্ব ও অর্জনকে সঙ্গে নিয়ে তার বাবা ফজে আহমেদের কবর জিয়ারত করেন। পরে নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে বানভাসি মানুষদের খোঁজখবর নেন। এর এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে স্থাপিত আশ্রয়কেন্দ্রে ও দুপুর ৩টার দিকে আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রের মেঝেতে বসে বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে খাবার খান।’

আশ্রয়কেন্দ্রে থাকা আব্দুর রাজ্জাক ও রোকাইয়া জানান, সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ আশ্রয়কেন্দ্রে আসেন। এসময় তার উপস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত একটি গরু ও একটি খাসি কোরবানি দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী এ আশ্রয়কেন্দ্রের ভানবাসিদের সঙ্গে বসে সকালের খাবার খান। এসময় মায়ের হাতে খাবার না খাওয়ায় এক শিশুকে নিজ হাতে খাইয়েও দেন প্রতিমন্ত্রী পলক।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে