রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৩১:৪৬

বিমানের চেয়ে বাসের ভাড়াই বেশি!

বিমানের চেয়ে বাসের ভাড়াই বেশি!

নীলফামারী : ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বিড়ম্বনার শেষ নেই।  ঈদ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাসের টিকিট যেন সোনার হরিণ।  কোনোভাবেই সাধারণ রেটে মিলছে টিকিট।

ঈদের পর চারদিন পর্যন্ত কোনো টিকিট-ই নেই।  এমনকি ২ হাজার টাকাতেও মিলছে না বাসের টিকিট।  এমন অভিযোগ যাত্রীদের।

সৈয়দপুর-ঢাকা রুটে ইএস-বাংলা ও নভো এয়ারের দুটি করে এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নিয়মিত চলাচল করছে।  ঈদ উপলক্ষে ১ হাজার ৮৮৮ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে যাতায়াত করা যাচ্ছে বিমানে।

অথচ এসি বাসের টিকিটের মূল্য হাঁকা হচ্ছে ২ হাজার টাকা।  এখান থেকে হানিফ এন্টারপ্রাইজ, নাবিল পরিবহন, এসএ পরিবহন, শ্যামলী, ডিপজল, হক এন্টারপ্রাইজসহ বিভিন্ন দূরপাল্লার বাস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে।

সৈয়দপুর থেকে ঢাকা রুটে সাধারণ মানের গাড়ির টিকিটের দাম ৫শ’ টাকা, এসি চেয়ার কোচের ভাড়া ৮শ’ টাকা হলেও ঈদ উপলক্ষে তিনগুণ থেকে চারগুণ ভাড়া আদায় করছে পরিবহন মালিকরা।  

কাউন্টারে টিকিট করতে আসা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র জানান, তারা ঈদের পর ১৭ সেপ্টেম্বর রাতের টিকিট নিতে আসলে ২ হাজার টাকা দাবি করা হয় কাউন্টারে।

এ অবস্থায় এসি চেয়ার কোচের টিকিট না কেটে সাধারণ মানের বাসের টিকিট ৮শ’ টাকায় কিনতে বাধ্য হয়েছেন তারা।

জানা গেছে, কাউন্টারগুলোতে যাত্রীরা ভিড় করলেও ঈদের পরের ৫ দিনের কোনো টিকিট পাচ্ছেন না তারা।

একই অবস্থা রেলস্টেশনে।  স্টেশন মাষ্টার আবুল কাশেম জানান, ঈদে সৈয়দপুর থেকে কোনো স্পেশাল ট্রেন নেই।  তবে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসে কয়েকটি বগি বাড়ানো হয়েছে।  যারা আগে আসবে তারা টিকিট পাবে।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে