সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০৯:৪১:০৪

ধর্মীয় নেতাদের নিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ

ধর্মীয় নেতাদের নিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ

আরিফ সুমন, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়া উপজেলার লতাচাপলী ও মহিপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতাদের নিয়ে ২ দিন ব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে র্ডালা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ মোট ৫০ জন অংশগ্রহনকারীর সমন্বয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোমবার ছিল সমাপনি দিন।

প্রশিক্ষণের মধ্যে দুর্যোগ, দুর্যোগের প্রকারভেদ, দুর্যোগের সতর্ক সংকেত ও করণীয়, জলবায়ুর পরিবর্তন ও অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও দুর্যোগকালীন সময়ে ধর্মীয় নেতাদের ভূমিকা ও তাদের করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: ছালাম আঁকন, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর টিম লিডার মো: সেলিম ও ওয়ার্ল্ড কনসার্নের পক্ষে উপজেলা সমন্ময়কারী জেমস্ রাজীব বিশ্বাস, সুপারভাইজর মো: রাশেদ খান, ফিল্ড অফিসার সন্জিত মন্ডল ও উজ্জল চন্দ্র কুন্ডু।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে