বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৮:৪২

গভীর পানির ইলিশ ঢুকেছে খালে, এলাকায় চাঞ্চল্য

গভীর পানির ইলিশ ঢুকেছে খালে, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুর : গভীর পানির মাছ ইলিশ ঢুকেছে পিরোজপুরের খালে।  গত সোমবার ও আজ বুধবার উপকূলীয় এ জেলার ভান্ডারিয়া উপজেলার ছোট্ট খালে দুটি মাঝারি আকারের ইলিশ মাছ ধরা পড়েছে।

জানা গেছে, উপজেলার পশ্চিম পশারিবুনিয়া বিপিএম দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম গত সোমবার সকাল দশটার দিকে ইকড়ি বাজার সংলগ্ন খালের চরে একটি মাছ দেখতে পায়।

একপর্যায়ে সে খালে নেমে খালি হাতে মাছটি ধরে কিনারে উঠিয়ে দেখে মাছটি ইলিশ।  মাছটির ওজন প্রায় ৮০০ গ্রাম।

অপরদিকে আজ বুধবার সকালে একই উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো. শাহিন শিকদার বাড়ির সামনের ছোট খালে ফেরিজালে (কইয়া জাল) ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ওঠে। ছোট খালে পর পর দুটি ইলিশ মাছ ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সাগরসহ উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে