শুক্রবার, ২৭ মে, ২০১৬, ১১:৪৩:৩৫

গাড়ি উল্টে নিহত ২: বিজিবির চেকপোস্টে আগুন, সংঘর্ষে আহত ১০

গাড়ি উল্টে নিহত ২: বিজিবির চেকপোস্টে আগুন, সংঘর্ষে আহত ১০

রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ের কাছে কাঠবোঝাই একটি জিপ (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত) উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই গাড়ির চালক জাবেদ (৪৭) এবং তার সহকারী সাদ্দাম হোসেন (৩৭)। তাদের মধ্যে সাদ্দাম ঘটনাস্থলে এবং জাবেদ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে রাইখালী ইউনিয়নের বড়খোলা বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর স্থানীয়দের একটি অংশ বিজিবি চেকপোস্টে আগুন দিলে সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

পুলিশ সুপার বলেন, চেকপোস্টে ওই গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুটা সামনে গিয়ে রাস্তার মাঝখানে গাড়ি উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সকালে জাবেদের মৃত্যু হয়। আহত অন্যজনের নাম জানাতে পারেনি পুলিশ।

এদিকে ঘটনার পর স্থানীয়দের একটি দল বড়খোলা বিজিবি চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ আলী জানান। তবে চেকপোস্টে কেন আগুন দেওয়া হল, ওই গড়ির চালক কেন পালানোর চেষ্টা করছিলেন- সেসব প্রশ্নের উত্তর মেলেনি পুলিশের কথায়।

বিজিবি-এলাকাবাসী সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে