বৃহস্পতিবার, ০৪ মে, ২০১৭, ০৬:৩২:০৭

পরীক্ষার ফল জিপিএ ৪.৫১: ফলাফল শোনার আগেই লাশ হলো মিম

পরীক্ষার ফল জিপিএ ৪.৫১: ফলাফল শোনার আগেই লাশ হলো মিম

রংপুর থেকে: রংপুরের পীরজাবাদ দরগারপাড়া এলাকা থেকে মিম নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের আগে বেলা ১টার দিকে ওই এলাকার মিমের খালু  মঞ্জুরুল ইসলামের বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়।

মিমের শরীরে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। মিম শহরের কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার মোহর বানিয়ার ছেলে। প্রকাশিত ফলাফলে সে জিপিএ ৪.৫১ পেয়েছে।

মিমের চাচা সুমন ও স্থানীয়রা জানান, রংপুর বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষর্থী মিম প্রায় ৫বছর ধরে পীরজাবাদ দরগারপাড়া এলাকায় তার খালুর বাড়িতে থেকে পড়াশোনা করছিল। এবারে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল সে।

কিছুদিন আগে তার বাবা কেরানীপাড়াস্থ জমি ও বাড়ি বিক্রি করে ঢাকায় স্ত্রীসহ চলে যান। পীরজাবাদ দরগারপাড়া এলাকায় জমি কেনার জন্য মিমের খালু মঞ্জুরুলকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছেলেন।

সুমন অভিযোগ করে বলেন, টাকা লেনদেনের জের ধরে তার ভাতিজাকে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানো হয়েছে। কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের চোখে থুতনি ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকায় অবস্থানরত মিমের বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা এলে এ ব্যপারে মামলা দায়ের করা হবে।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে