বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৩৯:১৪

পূজার সময় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না: ডিআইজি ফারুখ

পূজার সময় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না: ডিআইজি ফারুখ

রংপুর থেকে : এবারের দুর্গা পূজা ও আশুরায় জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আমরা জঙ্গি হামলার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। কেননা গত দুই বছরে রংপুর বিভাগে এরকম সময়ে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। এসব বিষয়কে সামনে রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি বলে মন্তব্য করেছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘এবারের দুর্গা পূজা আনন্দমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে রংপুর বিভাগের আট জেলায় প্রতিটি পূজা মণ্ডপে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমা তৈরি করা অবস্থায়ও নিরাপত্তা দেওয়া হয়েছে। এর কারণ, এই সময়ে যাতে কোনও ভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না হয় সেই ব্যবস্থা করা। পূজা চলাকালিন সময়ে চুরি-ছিনতাই, সন্ত্রাসী ও জঙ্গি হামলা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমা বির্সজন ও তার পরবর্তী সময়ে কোথাও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।’

ডিআইজি বলেন, ‘এ বছর রংপুর বিভাগে ৫ হাজার ১২০টি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে এবারের মণ্ডপের সংখ্যাও গতবারের চেয়ে বেশি।’

নিরাপত্তার জন্য উপজেলা পর্যায় পর্যন্ত পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল থাকবে বলেও জানান ডিআইজি। এর আগে রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার ও প্রতিটি জেলার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় দুই অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে