শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৭:১২

প্রার্থী নিয়ে শঙ্কা কাটল বিএনপিতে

প্রার্থী নিয়ে শঙ্কা কাটল বিএনপিতে

রংপুর থেকে : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা অংশ নিতে পারবেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে সোনালী ব্যাংক বাবলার মনোনয়ন বাতিল চেয়ে যে আবেদন করেছিল গতকাল তা খারিজ করে দিয়েছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু পরিবেশসংক্রান্ত কমিটির প্রধান রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

দুই পক্ষের শুনানি শেষে বিভাগীয় কমিশনার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিং করে বলেন, ‘সোনালী ব্যাংক বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলার বৈধ মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করলেও ঋণ খেলাপের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে সোনালী ব্যাংকের আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর ফলে মেয়র পদে কাওসার জামান বাবলার নির্বাচন করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।’

শুনানিতে বাবলার পক্ষে অংশ নেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ চার আইনজীবী। অন্যদিকে সোনালী ব্যাংকের পক্ষে অংশ নেন ব্যাংকের ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুহাম্মদ ইয়াসিন, প্রিন্সিপাল অফিসার এম এ মোন্নাফ খান ও ব্যাংকটির রংপুরের আইন উপদেষ্টা উৎপল আদনানুল ইসলাম।

প্রসঙ্গত, ২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাত মেয়র প্রার্থীর মধ্যে কাওসার জামান বাবলার মনোনয়নও বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ২৭ নভেম্বর খেলাপি ঋণের কারণ দেখিয়ে বাবলার মনোনয়ন বাতিলের আবেদন করেন সোনালী ব্যাংক ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন।

আদেশে সন্তোষ : বিভাগীয় কমিশনারের আদেশ সম্পর্কে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জয়ী হয়েছি। বিএনপি জয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব।’ নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান তিনি। উল্লেখ্য, নির্বাচন সম্পর্কিত ঘোষিত তফসিল অনুযায়ী ৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ হবে ২১ ডিসেম্বর।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে