শনিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৪:৩৯

এবার হেলমেট ছাড়া জ্বালানি পাচ্ছেন না মোটরসাইকেল আরোহীরা

এবার হেলমেট ছাড়া জ্বালানি পাচ্ছেন না মোটরসাইকেল আরোহীরা

রংপুর: রংপুর পুলিশ প্রশাসন আহ্বান জানিয়েছে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রল ও অকটেন বিক্রি না করার ব্যাপারে। সেই ডাকে সাড়া দিয়ে হেলমেট ছাড়া পাম্পে যাওয়া চালকদের জ্বালানি দিচ্ছেন না পাম্প মালিকরা। এ ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন পাম্প মালিকরা। তবে এতে করে বিপাকে পড়েছেন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীরা। বাধ্য হয়ে অনেক চালক পাম্পের পাশে মোটরসাইকেল রেখে নতুন হেলমেট কিনে তা দেখিয়ে জ্বালানি সংগ্রহ করছেন।

প্রসঙ্গত, গত বুধবার পাম্প মালিক সমিতির সভাপতি মোস্তফা সরোয়ার টিটুকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি বিক্রি না করার আহ্বান জানান  রংপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ।পরদিন সকাল থেকেই শহরের বেশিরভাগ পাম্পে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীরা জ্বালানি নিতে এসে ফিরে যান।

রংপুর চেম্বারের প্রেসিডেন্ট ও পেট্রল মালিক সমিতির সভাপতি মোস্তফা সরোয়ার টিটু বলেন, আমাদের অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বৈঠক করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য পোস্টারিংও করা হবে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে