সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ০১:৪৮:৩৮

তালায় স্যাটেলাইট ট্রান্সমিটার যন্ত্রযুক্ত কচ্ছপ উদ্ধার

তালায় স্যাটেলাইট ট্রান্সমিটার যন্ত্রযুক্ত কচ্ছপ উদ্ধার

সেলিম হায়দার, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিল থেকে ১৫ কেজি ওজনের একটি স্যাটেলাইট ট্রান্সমিটার যন্ত্রযুক্ত কচ্ছপ পাওয়া গেছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের পাখিমারা বিলে স্থানীয় বাসিন্দা শেখ ওহাব উদ্দিন কচ্ছপটি পায়। পরে তিনি কচ্ছপটি স্থানীয় শ্রীমন্তকাটি নতুন বাজার মৎস্য আড়ৎ-এ বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় স্থানীয় জনতা কচ্ছপটি দেখার জন্য মৎস্য আড়ৎ-এ ভিড় করতে থাকে। একপর্যায়ে বিষয়টি খেশরা পুলিশ ফাঁড়িতে জানান স্থানীয়রা।

খেশরা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক মাজেদ হাওলাদার জানান, তিনি কচ্ছপটি উদ্ধার করে তালা থানায় পাঠিয়েছেন। বর্তমানে তালা থানায় কচ্ছপটি আছে।

তিনি আরও জানান, কচ্ছপের পিঠে একটি এন্টিনা , একটি জিপিএস ট্রাকার  সেট করা আছে। কচ্ছপের পিটে থাকা স্টীকারে লেখা আছে-ID 165337-PO 2791, PROJECT-BATAGUR-BASKA, VIENNA-ZOO, BANGLADESH-2016, STRTRACK.

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান, তিনি বনবিভাগের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা কচ্ছপটি দেখে সীদ্ধান্ত নিবেন।
১৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে