বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৪:১১:১৫

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যাকবলিত হয়ে পড়েছে প্রায় ৩৫০টি গ্রাম। এলাকার প্রায় চার লাখ মানুষ এখন পানিবন্দি। শতাধিক আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৬ হাজার ৬০০ মানুষ।
 
বন্যায় তলিয়ে গেছে সাড়ে চার হাজার হেক্টর জমির রোপা আমন, পাট ও সবজি। বন্যার কারণে ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান ভবনে পানি উঠেছে। এ ছাড়া কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। তাই মোট ২১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এসব এলাকার মানুষ খাবার পানি ও ওষুধ সংকটে ভুগছেন।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপৎসীমার ১ মিটার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলার বন্যাকবলিত পাঁচটি উপজেলার ৪৮টি ইউনিয়নের প্রায় তিন শ গ্রামের ৫০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের প্রায় প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ মানুষই পাউবোর বাঁধ, উঁচু রাস্তাঘাট ও স্থানীয় স্কুল-কলেজের আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত ১৭৫ মেট্রিক টন চাল ও নগদ প্রায় আট লাখ টাকা ক্ষতিগ্রস্ত উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে।

সব নদীতে পানি একসঙ্গে বেড়ে যাওয়ায় পানি নামতে দেরি হচ্ছে বলে জানান, পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে