সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৫:০৩

ভেদাভেদ ভুলে একাট্টা আওয়ামী লীগ

ভেদাভেদ ভুলে একাট্টা আওয়ামী লীগ

সিরাজগঞ্জ: দলের সকল ভেদাভেদ ভুলে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগ মনোনীত নতুন প্রার্থী ডা. আব্দুল আজিজের পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতাকর্মীরা। নৌকাকে বিজয়ী করতে ভোর থেকে গভীর রাত অবধি নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ডা. আজিজ। নতুন প্রার্থী হওয়ায় প্রথম দিকে নানা শঙ্কা থাকলেও মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন বর্ধিত সভায় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ডা.আজিজের পক্ষে কাজ করার নির্দেশ দিলে মাঠের চিত্র পাল্টে যায়।

সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রার্থী ডা. আব্দুল আজিজের সাথে কাঁধে কাধ মিলিয়ে এলাকায় জনসংযোগ করছেন। মিলনের পরিবারের সদস্যরাও ডা. আজিজের পক্ষে নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। এছাড়াও আসনটিতে আওয়ামী লীগের যে ১৭ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রত্যেকেই ভেদাভেদ ভুলে ডা. আজিজের পক্ষে মাঠে নেমেছেন। অন্যদিকে, সৎ-মিষ্টভাষী ক্লিন ইমেজের ডা. আব্দুল আজিজও মাত্র কয়েকদিনের ব্যবধানে দলের নেতাকর্মীদের হৃদয় জয় করে সকলকে এক প্লাটফর্মে দাঁড় করিয়েছেন। একদিকে ডা. আব্দুল আজিজের ক্লিন ইমেজ অন্যদিকে দলের সাংগঠনিক অবস্থা মজবুত থাকায় বিএনপি প্রার্থী আব্দুল মান্নানের ধানের শীষকে পরাজিত আসনটিতে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

বর্তমান সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন জানান, দল থেকে মনোনয়ন না পেলেও আমি দলের বিপক্ষে নই।
জননেত্রী শেখ হাসিনা ডা. আব্দুল আজিজকে মনোনয়ন দিয়েছে, আমি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে তার পক্ষে মাঠে নেমেছি। তিনটি থানার তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী নিয়ে বর্ধিত সভা করে সকলকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, যে কোন মূল্যে আসনটি থেকে নৌকাকে বিজয় করতে ডা. আজিজের পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে।

সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল আজিজ বলেন, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা থানার সকল ইউনিটের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে মাঠে নেমেছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের উপর আস্থা রেখে ভোটাররাও আওয়ামী লীগের পক্ষে রায় দিতে প্রস্তুত রয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন বলে মনে করছেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে