শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০৯:৪১:১৪

গোলাপগঞ্জের পাহাড়ী এলাকায় ব্যাক্তি উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ শুরু

গোলাপগঞ্জের পাহাড়ী এলাকায় ব্যাক্তি উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ শুরু

শাকিল, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহরের পাহাড়ি জনপদে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে মসজিদের নির্মাণ কাজ শুরু হলে এসময় উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, মসজিদের দাতা পল্লী বিদ্যুতের প্রথম শ্রেণীর ঠিকাদার জাহেদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য আমান উদ্দিন,পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার,বিশিষ্ট সমাজসেবী সাবেক ইউপি সদস্য রফিক উদ্দিন, আরমান আলী, বেলাল আহমদ, আলম আহমদ, আলাউদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য যে, ধারাবহরের টিলা ও পাহাড় বেষ্টিত এলাকার মুসল্লিদের সুবিধার্থে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের অধিবাসী প্রবীণ শিক্ষক মনির উদ্দিন (মনির স্যার)’র পুত্র পল্লী বিদ্যুতের ঠিকাদার জাহেদ আহমদ প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে নিজ অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে গতকাল দোয়ার মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে