শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৩৯:২২

সুরঞ্জিতের আসনে মনোনয়নপত্র নিলেন স্ত্রী জয়া

 সুরঞ্জিতের আসনে মনোনয়নপত্র নিলেন স্ত্রী জয়া

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।

 
শুক্রবার বিকালে তার পক্ষে ছেলে সৌমেন সেনগুপ্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেন।

 
আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, দিরাই-শাল্লা সংসদীয় আসনে ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানসহ আরও তিনজন।

 
সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। আগামী ৩০ মার্চ ভোটগ্রহণের দিন ঠিক করে এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান, জয়া সেনগুপ্ত কোনো পদে না থাকলেও উপ-নির্বাচনে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ তাকে সমর্থন জানিয়েছে। তাই তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 
মনোনয়নপত্র কেনার সময় সৌমেন ছাড়াও তার স্ত্রী রাখী মৈত্রী সেনগুপ্ত, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 
আগামী ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ঠিক করা হবে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন।
২৪ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে