বৃহস্পতিবার, ০৮ জুন, ২০১৭, ০৯:৪১:০৬

ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি : ভারত পালানোর সময় ‘রাকেশ’গ্রেপ্তার

ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি : ভারত পালানোর সময় ‘রাকেশ’গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  ভারত পালিয়ে যাবার চেষ্টাকালে ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি এবং উস্কানিমূলক মন্তব্য করায় দায়েরকৃত মামলা আসামি হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর ৬টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় জৈন্তাপুরের লালাখান সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত মো: মুমিনুল ইসলাম ইসলাম জানান, গ্রেপ্তাররকৃত রাকেশকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ১১টায় জকিগঞ্জ কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।  শুনানি শেষে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ফেসবুকে মহানবী (সা.) ও প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করে পোস্ট দেন রাকেশ। এ কারণে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে গেলো ৬ জুন পৌর এলাকার পঙ্গবট গ্রামের ফুজায়েল আহমদ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন।

রাকেশের দৃষ্টতার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠে জকিগঞ্জসহ সিলেট জেলা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে