সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ০৫:৪৯:১৭

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।

নিহত খালেদ আহমদ লিটু ওই কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের ভেতর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কলেজের একটি কক্ষের ভেতর লিটুর মাথায় গুলি করে হত্যা করা হয়। নিহত লিটু পাভেল গ্রুপের কর্মী।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত হওয়ার পর নিহত লিটুসহ ছাত্রলীগের একটি পক্ষ ওই কক্ষে বসেছিল। হঠাৎ কক্ষে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লিটুর লাশ উদ্ধার করে।’

তিনি দাবী করেন, নিহত যুবক লিটু ওই কক্ষে থাকা ছাত্রলীগের গ্রুপের কর্মী।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে