শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ০৮:৩৯:২১

অনিয়মের অভাব নেই, সিলেট নগরীতে খেলা হলেও দাওয়াত পাননি মেয়র আরিফ

অনিয়মের অভাব নেই, সিলেট নগরীতে খেলা হলেও দাওয়াত পাননি মেয়র আরিফ

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো: 'আমি যতই অশিক্ষিতই হইনা কেনো, ভিন্ন আদর্শগত হই না কেনো তারপরও তো আমি এই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। আমাকে ৫লক্ষ মানুষ ভালোবেসে ভোটের মাধ্যমে তাদের সেবায় নিয়োজিত করেছে। আমাকে সম্মান আমার নাম দেখে নয়, অন্তত আমার পদবীটাকে সম্মান করা প্রয়োজন ছিলো, ৫লক্ষ মানুষকে সম্মান করা উচিৎ ছিলো তাদের।  সত্যিই খুবই দুঃখ পেয়েছি যে  আমার নগরীতেই বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে ২/১ দিন পর। উদ্বোধনি ম্যাচসহ অনেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের সিলেটের মাঠে। কিন্তু আমাকে এখনও দাওয়াতটা করা হয় নাই'।

ঠিক এমনটাই বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরীর জন্মদিন উপলক্ষে আয়োজিত সুহৃদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনেকটা আক্ষেপের সুরেই এমনটি জানালেন তিনি।

জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নামমাত্র কিছু টিকেট নির্ধারিত স্থানে বিক্রি হলেও বেশির ভাগ টিকেট কালোবাজারিদের পকেটে।  সিলেট বিভাগীয় স্টেডিয়ামের খেলার টিকিট বিক্রি নিয়ে ১ নভেম্বর মিডিয়ার তোপের মুখে পড়ে কালোবাজারিরা। এরই জেরে কোন নোটিশ ছাড়া সাংবাদিকেদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়নি বৃহস্পতিবার সারাদিন।

অপর দিকে চারটি বুথ ছাড়াও বিশেষ বুথে ছাত্রলীগ নেতাকরর্মীদের নিজ হাতে টিকিট বিক্রি করছেনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্য্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী।

সরজমিনে দেখা যায়, নির্ধারিত চারটি বুথ ছাড়াও জেলা ক্রীড়া ভবনের বাম দিকের জানালায় বিশেষ ব্যবস্থায় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে নিজ হাতেই টিকিট বিক্রি করেন বিজিত চৌধুরী। সেখানে দাড়ানো টিকিট প্রত্যাশীরা জানান তারা ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের কর্মী।

এদিকে টিকিট বিক্রির প্রথম দুই দিন সংবাদ মাধ্যমের কর্মীরা অবাধে সিলেট জেলা স্টেডিয়াম প্রবেশ করতে পারলেও ২ নভেম্বর থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ এর জন্য পূর্ব থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা বা প্রেস রিলিজও দেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট ব্যাপারে জানতে বিসিবি পরিচালক শফিউল আলম নাদেলকে বারবার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে