সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১১:৫২:৫৮

১২৩ কেন্দ্রের ফলাফলে ৩২৪৬ ভোটে এগিয়ে বিএনপি

১২৩ কেন্দ্রের ফলাফলে ৩২৪৬ ভোটে এগিয়ে বিএনপি

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১২৩ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮০,৪০৩ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৮৩,৬৪৯ ভোট। ফলাফলে বিএনপি প্রার্থী ৩,২৪৬ ভোটে এগিয়ে রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে একবার আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে থাকছে আবার দেখা যাচ্ছে পরের কেন্দ্রের ফলাফলে বিএনপি এগিয়ে থাকছে। অন্য দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থীরা সহজ জয় পেলেও  সিলেটে চলছে তুমুল ভোটের প্রতিযোগিতা।  

এর আগে ১১৬ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিল ৭৮,৯৪৮ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পায় ৭৮,৭২২ ভোট। ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী কামরান মাত্র ২২৬ ভোটে এগিয়ে ছিল।  

১০৭ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিল ৭২,৪০৯ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছিল ৭৩,২৬৭ ভোট। ফলাফলে বিএনপি প্রার্থী ৮৫৮ ভোটে এগিয়ে রয়েছেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০৫ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৭০,৮৯৪ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৬৯,৬৭৩ ভোট। ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ১,২২১ভোটে এগিয়ে রয়েছেন। 

এর আগে ৬২ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিল ৩৯,২৯৯ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৪০,৮৩২ ভোট। ফলাফলে বিএনপি প্রার্থী ১,৫৩৩ ভোটে এগিয়ে ছিলেন।  

৪০ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পায় ২৬,৭০৬ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ২৫,২৯৬ ভোট। ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ১,৪১০ভোটে এগিয়ে ছিলেন।   

১৭ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ৩,০৫৩ ভোটে এগিয়ে ছিলেন।   

আবার ৭ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিলেন ৩,৯১০ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৪০৫৯ ভোট। ফলাফলে বিএনপির প্রার্থী ১৪৯ ভোটে এগিয়ে ছিল।  

৩ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছিল ১৮৬৪ ভোট এবং বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ১৭২৬ ভোট। ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ১৩৮ ভোটে এগিয়ে ছিল।   

আবার ২ টি কেন্দ্রের ফলাফলে বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছিল ৫৬৬ ভোট। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ১৩০৮ ভোট। ফলাফলে বিএনপির প্রার্থী ৭৪২ ভোটে এগিয়ে ছিল।      

সিলেট সিটি করপোরেশন নির্বাচন সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন।  

সিলেট এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এই সিটিতে মেয়র পদে অংশগ্রহণ করেছেন মোট ৭ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে