রবিবার, ০২ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৫:২৯

মহাজোট প্রার্থীর গাড়িতে হামলা, পাল্টা গুলি

 মহাজোট প্রার্থীর গাড়িতে হামলা, পাল্টা গুলি

সিলেট: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলার সময় আত্মরক্ষার জন্য এমপি ইয়াহইয়া হামলাকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েন। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এমপি ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা এমপির গাড়িতে ইট-পাটকেল ছুঁড়ে মারে। পরে তিনি পাল্টা গুলি ছুড়লে এবং তার সঙ্গে থাকা কর্মীরা প্রতিহত করতে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

জানা গেছে, শনিবার রাতে স্থানীয় এক ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে বৈঠক শেষে ফেরার পথে ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা চালার দুর্বৃত্তরা।
উল্লেখ্য, সিলেট ২ আসনের বর্তমান সংসদ সদস্য ইয়াইয়া চৌধুরী এবারও মহাজোট থেকে প্রার্থী হয়েছেন। তার এই মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান চৌধুরী ও তার সমর্থকরা ক্ষুব্ধ রয়েছেন। সম্প্রতি সফিক চৌধুরীকে নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ার দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে