শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৬:৩৮

অবিলম্বে নির্বাচন চায় বিএনপি!

অবিলম্বে নির্বাচন চায় বিএনপি!

ঠাকুরগাঁও থেকে : অবিলম্বে নির্বাচন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন অব্যাহত আছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে তারা একমত হয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবে।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও কালীবাড়িস্থ নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশ্ন শুধু নির্বাচনের নয়, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রশ্ন।  এখন দেশে কোনো গণতন্ত্র নেই।  এ সরকার একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপর। আজকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, পঞ্চদশ সংশোধনীর পর থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরই মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন হয়ে গেছে। তার পর থেকে গণতন্ত্র আস্তে আস্তে বিদায় নিয়েছে। আমাদের সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে গণতন্ত্রতো নয়, মানুষের জীবনেরও নিরাপত্তা নেই। এ থেকে পরিত্রাণে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে সংগঠিত করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।

১৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে