রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ১২:৩৭:২০

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিসহ কাল বৈশাখী ঝড়ে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিসহ কাল বৈশাখী ঝড়ে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলা বছরের শুরুতেই ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় এর পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। কাল বৈশাখী এই ঝড়ে একজন নিহত হয়েছে।  আহত হয়েছে আরো বেশ কয়েকজন।  এছাড়া ঘর-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ে এ কালবৈশাখি ঝড় শুরু হয়।  প্রায় এক ঘন্টাব্যাপী ঝড়ে লন্ড-ভন্ড হয়ে যায় গাছপালা,বাড়ি-ঘড় ও আবাদি জমির ফসল।  শিলা বৃষ্টির কারনে ব্যাপক ক্ষতি হয় ফসলের।  এসময় ঝড়ের কবলে পড়ে এক পথচারি মারা যায়।
স্থানীয়রা জানায়, ঝড়ের কারনে বালিয়াডাঙ্গী উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।  আহত হয় বেশ কয়েকজন।

অন্যদিকে হরিপুর উপজেলার কান্দাইল গ্রামের মৃত: আছির উদ্দিনের ছেলে মানিক (৩২) নামে এক পথচারি মারা যায় বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি তদন্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্মরণ কালের মধ্যে সবচাইতে বেশী শিলা বৃষ্টি হয়েছে এবং ঝড়ের কারণে বালিয়াডাঙ্গি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে