মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬, ০৫:৩৭:০২

ছুটি নিয়ে জেলে!

 ছুটি নিয়ে জেলে!

ঠাকুরগাঁও : পারিবারিক সমস্যার কথা বলে ছুটি নিয়েছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের গাড়িচালক আব্দুল জলিল।

ছুটি নেয়ার পর তার ছুটি কাটছে এখন জেলখানায়! ৯ বছর আগের একটি চুরির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এ কারাভোগ করতে হচ্ছে তাকে।

জানা গেছে, ১১ জুলাই মঙ্গলবার পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে ১০ দিনের ছুটি নেন তিনি। এর পরদিন বুধবার একটি চুরির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি।  

আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের গাড়িচালক আব্দুল জলিল প্রায় ৯ বছর আগে তার চাচাতো ভাইয়ের দুটি মোটরসাইকেল চুরি করেন বলে অভিযোগ ছিল।

এ ঘটনায় তিনিসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সে সময়।  সেই মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুল জলিল ও তার শ্যালক ইউসুফ আলীকে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, ঘটনাটি তার জানা নেই।
১৯ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে