বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১১:১১:৩১

ভারতীয় রাজনীতিবিদ হওয়ার গুণ নেই সুষমা স্বরাজের!

ভারতীয় রাজনীতিবিদ হওয়ার গুণ নেই সুষমা স্বরাজের!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে একজন জানতে চেয়েছেন "আপনি কি সত্যিই সুষমা স্বরাজ?"

সুমন্ত বালগি নামের ওই টুইটার একাউন্টের মালিক বলেছেন, "ভারতের রাজনীতিবিদদের মধ্যে যেসব গুণ থাকার কথা সেগুলো তো আপনার নেই!"

এই টুইটে ভারতের রাজনীতিবিদদের অসংবেদনশীলতা নিয়ে যে বিদ্রুপ করা হয়েছে, তা বেশ স্পষ্ট।

ওই টুইটে ইঙ্গিত দেয়া হয়েছে ভারতের রাজনীতিবিদেরা মানুষের সমস্যা নিয়ে খুব বেশী চিন্তিত না থাকলেও, মি. বালগির লেখায়, "আপনি সত্যিই ভারতীয়দের জন্য চিন্তা-ভাবনা করেন।"

মি: বালগির টুইটে ভারতের রাজনীতিবিদদের নিয়ে যে শ্লেষ ছিল, সেটা বুঝেই উত্তরে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, "এরকম ধারণা করাটা ভুল। ভারতের রাজনৈতিক নেতারা সংবেদনশীল এবং সাহায্যও করেন তারা"।

পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা এই টুইট বার্তা যথেষ্ট সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বহু মানুষ ওই বার্তা রিটুইট করেছেন আর লাইক দিয়েছেন।

মিসেস স্বরাজকে অনেকে যেমন তার বিভিন্ন উদ্যোগের জন্য ধন্যবাদ দিয়েছেন ওই টুইটের জবাবে, তেমনই পি এস আর ইন্ডিয়ান নামের একটি টুইট হ্যান্ডেল থেকে মি: বালগির উদ্দেশ্যে লেখা হয়েছে, "আপনার কথা মানতে পারলাম না। মিসেস স্বরাজ আসলে একজন মন্ত্রীর কর্তব্যটাকেই নতুন মাত্রা দিয়েছেন। আর উনি যা করছেন, সেটাই তার কর্তব্য"।

সুষমা স্বরাজ টুইটারে যথেষ্ট সক্রিয়।

সৌদি আরবে আটকে পড়া হাজার হাজার ভারতীয় শ্রমিকদের জন্য কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে, কখন কীভাবে বিনা খরচে সেখানকার শ্রমিকদের দেশে ফেরার জন্য ব্যবস্থা করা হচ্ছে অথবা কোনো এক ব্যক্তির অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার জন্য তার মা-কে কাতারের ভিসার ব্যবস্থা করে দেয়া – এ ধরনের সমস্যারও জবাব আর দ্রুত সমাধান পররাষ্ট্রমন্ত্রী টুইটের মাধ্যমেই করে থাকেন নিয়মিত।

আর মিসেস স্বরাজের এই টুইট প্রবণতার ফলে বিড়ম্বনাতেও যে পড়তে হয়নি, তা নয়।

এক ব্যক্তি তাঁর বাড়ির ফ্রিজ সারিয়ে দেয়ার অনুরোধ করেছিলেন মিসেস স্বরাজকে টুইটের মাধ্যমে।

মন্ত্রী মজা করে জবাব দিয়েছিলেন তিনি এখন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে ব্যস্ত, তাই ফ্রিজ সারিয়ে দিতে অপারগ!

যে দেশে স্থানীয় রাজনৈতিক নেতা নেতৃদের কাছে পৌঁছতেও বেগ পেতে হয় সাধারণ মানুষকে, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর কাছে টুইটের মাধ্যমে মুহুর্তেই যে বার্তা পৌঁছে যাওয়া যাচ্ছে, এটাই বহু মানুষকে আশ্চর্য করে দিয়েছে।

সেজন্যই বোধহয় তার টুইটারে উটকো আবদারও করতে শুরু করেছেন কেউ কেউ। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কোনো সময়েই রাগ হয়ে টুইটে জবাব দিতে দেখা যায় না।-বিবিসি
২৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে