শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৭:১১:৫৯

কোরবানি ঈদে বেআইনি পশুহত্যা নিষেদ্ধ পশ্চিমবঙ্গে!

কোরবানি ঈদে বেআইনি পশুহত্যা নিষেদ্ধ পশ্চিমবঙ্গে!

দিগন্ত বন্দ্যোপাধ্যায় : গবাদি পশুর হত্যা এবং পরিবহণের উপরে বিধিনিষেধ আরোপ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চিঠি পাঠাল ভারতের কেন্দ্রিয় সরকার। কোরবানি ঈদে অবাধে গরু, বাছুর, উট এবং অন্যান্য পশুর নিধন যেন না হয়। নির্দেশ ভারতীয় প্রাণী কল্যাণ বোর্ডের। অবৈধ উপায়ে গবাদি পশুর পরিবহণ যেন না হয়, তা নিশ্চিত করার জন্যও নির্দেশিকা পাঠানো হয়েছে ভারতের রাজ্যে রাজ্যে।

কোরবানি ঈদ ভারতীয় মুসলিমদের সবচেয়ে বড় দুই উৎসবের অন্যতম। গবাদি পশু, উট, দুম্বা ইত্যাদি বিভিন্ন পশুর কোরবানি দেওয়া হয় এই ঈদে। গো-রক্ষা এজেন্ডা নিয়ে বিজেপি তথা সঙ্ঘ পরিবার যে ভাবে গোটা ভারতে হইচই শুরু করেছে, তাতে এই ঈদের আগে গো-হত্যার উপর কঠোর বিধিনিষেধ চাপানো প্রত্যাশিতই ছিল। কলকাতার মূখ্যমন্ত্রী দপ্তর সূত্রের খবর গত ৪ জুলাই রাজ্য সরকারের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্য প্রাণীসম্পদ বিভাগের কর্তাদের চিঠি পাঠিয়েছেন ভারতীয় প্রাণী কল্যাণ বোর্ডের সচিব এম রবিকুমার। কোরবানি ঈদের কথা উল্লেখ করেই চিঠিটি লেখা হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গ নয়, সবক’টি রাজ্য সরকারকেই ভারতীয় প্রাণী কল্যাণ বোর্ড এই চিঠি পাঠিয়েছে। রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় বোর্ডের স্পষ্ট নির্দেশ, যে সব রাজ্যে গো-হত্যা রোধ আইন বলবৎ রয়েছে, সেই সব রাজ্যে গরুর কোরবানিও চলবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে যারা অবৈধ ভাবে পশুর পরিবহণ করছেন এবং ঈদের দিন যারা আইন ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। কী ব্যবস্থা সরকার নিল, তাও বিশদে কেন্দ্রীয় বোর্ডকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

কেন্দ্র সরকারের এই চিঠির প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে ভারতীয় পশু কল্যাণ বোর্ডের চিঠিটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে জুড়ে গিয়েছে রাজ্য সরকারের নিজস্ব নির্দেশ সম্বলিত চিঠিও। ভারতের কেন্দ্রীয় বোর্ডের চিঠিতে যে ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেই অনুসারেই যেন কাজ হয়। নির্দেশ পশ্চিমবঙ্গ প্রাণীসম্পদ দফতরের।

২৬ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে