শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ১০:৪৩:০৮

‘বিরক্ত’ করায় ইরানি যদ্ধজাহাজের দিকে গুলি করল মার্কিন নৌবাহিনী

‘বিরক্ত’ করায় ইরানি যদ্ধজাহাজের দিকে গুলি করল মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি সেনাবাহিনীর একটি জাহাজ ‘বিরক্ত’ করায় সতর্কতা জানিয়েছে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। পেন্টাগন থেকে জানানো হয়, তিনটি খোলা গুলি চালিয়ে ইরানি যুদ্ধজাহাজটিকে সতর্কতা জানানো হয়।

মুখপাত্র পিটার কুক জানান, গত সপ্তাহ থেকেই ইরানি জাহাজটি মার্কিন জাহাজকে বিরক্ত করে আসছিলো। জাহাজটির উদ্দেশ্য পরিষ্কার হয়নি, তবে আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল হোসেইন দেহগান জানান, যুক্তরাষ্ট্রের জাহাজ ইরানের সমুদ্রসীমার মধ্যে ঢুকে পড়েছিলো। ফলে স্বাভাবিক নিরাপত্তাজনিত কারণে জাহাজটিকে মোকাবেলা করা হয়।

মার্কিন টহল জাহাজের তিনটি খোলা আওয়াজের পর ইরানের জাহাজটি ফিরে যায়।     

উল্লেখ, গত জানুয়ারিতে পারমাণবিক অস্ত্র বিষয়ক তৎপরতা সীমিতকরণের শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমা শক্তিগুলো। এতে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে।
২৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে