রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৬:৪৫

'জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে এসেছিল হামলাকারীরা'

'জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে এসেছিল হামলাকারীরা'

আন্তর্জাতিক ডেস্ক: উরিতে হামলা তদন্তে নেমে গোয়েন্দাদের দাবি,  'জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে এসেছিল হামলাকারীরা।’

নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া ওয়্যারলেস সেট তৈরি করেছে জাপানের সংস্থা আইকম। ওয়্যারলেসের উপর উর্দুতে লেখা বিলকুল নয়া।  ইংরিজিতে নিউ কথাটিও খোদাই করা আছে ওয়্যারলেসের উপর। শুধুমাত্র কোনো দেশের নিরাপত্তা সংস্থাকেই এই ধরণের ওয়ারল্যেস বিক্রি করা হয়। এই ওয়্যারলেসের বিক্রি সংক্রান্ত তথ্য জানতে জাপানি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে NIA।

প্রসঙ্গত, গত রবিবার কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় প্রায় হারিয়েছেন ১৮ জন জওয়ান। আর এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরো অবনতি হতে শুরু করেছে।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে