সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ০৩:০৪:০৭

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি, পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে, টুইট বার্তা অজিতের

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি, পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে, টুইট বার্তা অজিতের

আন্তর্জাতিক ডেস্ক : সকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভারতের মনিপুরের উখরুল জেলার সদর। জারি হয়েছিল সতর্কতাঅ এবার উখরুল হেলিপ্যাটে জঙ্গি হানা। রাজ্যের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

পরপর জঙ্গি হানার জেরে সন্ত্রস্ত মনিপুর-মায়ানমার সীমান্তের উখুরল। বিস্ফোরণে জখম হয়েছেন এক জওয়ান৷ জারি চরম সতর্কতা। হামলার পিছনে কারা জড়িত তা পরিষ্কার নয়৷ উখুরুল জুড়ে শুরু হয়েছে ব্যাপক সেনা তল্লাশি। ধারণা করা হচ্ছে হামলার পিছনে নাগা জঙ্গি সংগঠন জড়িত।

সেক্ষেত্রে অভিযোগের তির এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীর দিকে৷ উখুরুলের পরিস্থিতি অগ্নিগর্ভ। স্থানীয় নাগা অধ্যুষিত এলাকার বাসিন্দারা দুটি পুলিশ জিপে আগুন ধরিয়ে দিয়েছেন। টুইট করে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷

জানা গেছে, উখুরুলে একটি হাসপাতাল উদ্বোধনের কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী ওকরাম ইবোববি সিংয়ের৷ তিনি উখুরুলে পৌঁছানোর আগেই ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়৷তারপরেও কর্মসূচিতে অটল ছিলেন মুখ্যমন্ত্রী।

রাজধানী ইম্ফল থেকে কপ্টারে তিনি রী উখরুল যান৷। সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী৷ তাঁদের কপ্টার হেলিপ্যাডে নামতেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ এতে জখম হয়েছেন মনিপুর রাইফেলসের দুই জওয়ান। কোনওরকমে মুখ্যমন্ত্রীকে কর্ডন করেন জওয়ানরা৷ তাঁকে ফিরিয়ে আনা হয় ইম্ফলে। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উখুরল৷ স্থানীয় নাগা বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে বয়কট করেছেন। -কলকাতা২৪।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে