শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ১১:১১:৫৬

ভারতের দিকে এগিয়ে যাচ্ছে চীনা যুদ্ধ জাহাজ

ভারতের দিকে এগিয়ে যাচ্ছে চীনা যুদ্ধ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে চীনা যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের গতিবিধি ও অবস্থান বিষয়ে ভারতীয় নৌবাহিনী সতর্ক রয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে। খবর ইন্ডিয়া টাইমসের।

বার্ষিক নৌদিবস উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে নৌবাহিনীর প্রধান সুনীল লানবা জানান, চীনের একটি নিউক্লিয়ার সাবমেরিন এই মুহূর্তে ভারত মহাসাগরে রয়েছে। ওই সাবমেরিন থেকে করাচি বন্দরের সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। পিপল লিবারেশন আর্মি (PLA)-র এই সাবমেরিন ও যুদ্ধজাহাজ নৌবাহিনীর কড়া নজরে রয়েছে বলেই তিনি দাবি করেছেন।

ভারতের সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছে বলে যে দাবি পাকিস্তানের তরফে করা হয়েছে, তা উড়িয়ে দেয় ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনীর প্রধান জানান, একদমই বাজে কথা বলছে পাকিস্তান। পাকিস্তান যেখানে ভারতের সাবমেরিন রয়েছে বলে দাবি করেছে, সেখানে কোনও ভারতীয় সাবমেরিন নেই। ছিলও না। কোথাও অভিযানের প্রয়োজন পড়লে, তখনই সাবমেরিন পাঠানো হয়।

২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে