রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০৯:৫২:১৪

পাকিস্তানি পারমাণবিক হামলার ভয়ে সীমান্তে শত শত ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত!

পাকিস্তানি পারমাণবিক হামলার ভয়ে সীমান্তে শত শত ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সীমান্তে নতুন করে সাড়ে চার শ’রও বেশি ট্যাঙ্ক মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। ওই সীমান্তে আগে থেকে মোতায়েনকৃত ট্যাঙ্ক বহরের সাথে যোগ দেবে নতুন এই ট্যাঙ্কগুলো।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ভারতীয় সেনাবাহিনীতে যে নতুন টি-৯০ এমএস মডেলের ট্যাঙ্ক যুক্ত হবে তা পশ্চিম ও উত্তর সীমান্তে মোতায়েনের পরিকল্পনা নিয়েছে আর্মি।

ভারতের এই পরিকল্পনার ফলে মনে করা হচ্ছে, এটি যেকোনো সময় পাকিস্তানের পারমাণবিক হামলা মোকাবেলার ভারতীয় যুদ্ধ প্রস্তুতির অংশ। সামরিক পরিভাষায় যা ‘কোল্ড স্টার্ট’ নামে পরিচিত। কয়েক মাস আগে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল পাকিস্তান। রাশিয়া থেকে নতুন ওই ট্যাঙ্কগুলো কিনছে ভারত, যার মূল্য হবে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।

রফতানির উদ্দেশ্যে এগুলো বিশেষভাবে প্রস্তুত করেছে রাশিয়া। আগে থেকেই রাজস্থান ও পাঞ্জাবের পাকিস্তান সীমান্তে টি-৯০ মডেলের নয় শতাধিক ট্যাঙ্ক মোতায়েন রেখেছে ভারত। এটি ভারতীয় বাহিনীর এখন পর্যন্ত সর্বাধুনিক ট্যাঙ্ক।

অত্যাধুনিক থারমাল ইমেজিং বৈশিষ্ট্য সমৃদ্ধ ট্যাঙ্কগুলো নতুন দশটি সেনা রেজিমেন্টের মধ্যে ভাগ করে দেয়া হবে। এ ছাড়া আমদানির পর ভারতীয় প্রযুক্তিতে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হবে এতে। যদিও ট্যাঙ্ক আমদানির বিষয়টি এখনো সংশ্লিষ্ট প্রতিরক্ষা কাউন্সিলের অনুমোদন পায়নি।

সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, সীমান্তে ভারতের একসাথে এত অধিকসংখ্যক ট্যাঙ্ক মোতায়েন মূলত তাদের ‘কোল্ড স্টার্ট’ পরিকল্পনারই প্রস্তুতি।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে