বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:১৩:৫০

তেহরানের সামরিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে যুক্তরাষ্ট্র ‘গালে সজোরে চড় খাবে’: ইরানি কমান্ডার

 তেহরানের সামরিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে যুক্তরাষ্ট্র ‘গালে সজোরে চড় খাবে’: ইরানি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: একজন ইরানি সামরিক কমান্ডার মন্তব্য করেছেন, তেহরানের সামরিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে যুক্তরাষ্ট্র ‘গালে সজোরে চড় খাবে’। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ইরানের এলিট রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর এই মন্তব্য করেছেন।


দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ জানুয়ারিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালোনোর পর ট্রাম্প ইরানকে ‘নজরদারিতে রাখার’ হুঁশিয়ারি দেন।


রেভ্যুলিউশনারি গার্ডের ওয়েবসাইটকে উদ্ধৃত করে দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে,  মার্কিন হুঁশিয়ারিকে ইরানি সামরিক ক্ষমতার অবমাননা আকারে দেখেছেন রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর। তিনি বলেছেন, ‘আমাদের সক্ষমতা নিয়ে ভুল ধারণা থাকলে তারা গালে সজোরে একটি চড় খাবে’।


ইসলামি বিপ্লবের বর্ষপূর্তির অনুষ্ঠানে তেহরান দাবি করে, ইরান সম্পর্কে হোয়াইট হাউস একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। তাদের উচিত ইরানের জনগণের প্রতি সম্মান রেখে কথা বলা। প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যকে বাগাড়াম্বরপূর্ণ আখ্যা দিয়ে তাকে সতর্ক থাকার পরামর্শ দেন ট্রাম্প।
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে