শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৪১:২৪

ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল জাতিসংঘ

 ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে এর উপর দিয়ে ইসরাইল মহাসড়ক নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। খবর আল-জাজিরার।


আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দখলকৃত ফিলিস্তিন ভূখন্ডে শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য ভবন গুড়িয়ে দেয়ার এ কর্মসূচি অগ্রহনযোগ্য এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে বলে বুধবার ইসরাইলকে সতর্ক করেন ফিলিস্তিনে জাতিসংঘের  মানবাধিকার বিষয়ক সমন্বয়ক রবার্ট পাইপার।


জাতিসংঘের এ কর্মকর্তা ইতিমধ্যে ফিলিস্তিনের যেসব এলাকার বসতি গুড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে ইসরাইল, সেসব এলাকার স্কুলসহ বাড়িঘর পরিদর্শণ করেছেন।


এর মধ্যে পশ্চিম তীরের খান আল-আহমার এলাকার বাসিন্দারা ইসরাইলের প্রচন্ড চাপের মধ্যে আছেন বলে জানান তিনি। ওই এলাকার বাসিন্দাদের কাছে এরই মধ্যে তাদের বাড়িঘর গুড়িয়ে দেয়ার নোটিশ পাঠিছে ইসরাইলের কর্তৃপক্ষ।


উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ করে গত পঞ্চাশ বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে রেখেছে। ১৯৬৭ সালে জবর দখলের পর থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার ফিলিস্তিন বাড়িঘর ও স্থাপনা গুড়িয়ে দিয়ে বেআইনীভাবে ইহুদী বসতি গড়েছে ইসরাইল।
২৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে