শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫০:০৬

ভারত টার্গেটে রয়েছে আইএসের, বললেন মুক্তি পাওয়া চিকিৎসক

ভারত টার্গেটে রয়েছে আইএসের, বললেন মুক্তি পাওয়া চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে কড়া নজরে রেখেছে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। রাডার তাক করে রেখেছে ভারতের দিকে। ওদের লক্ষ্য, যেনতেনপ্রকারেণ ভারতকেও ‘দখল করে নেওয়া’।


আইএসের কোনও হুমকি নয়, ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে সদ্যই ছাড়া পাওয়া ভারতীয় চিকিৎসক রামমূর্তি কোসানামই এ কথা জানিয়েছেন। শনিবারই দেশে ফিরেছেন তিনি।


একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় চিকিৎসক রামমূর্তি কোসানাম বলেছেন, ‘‘ওদের ডেরায় থাকার সময় তো ওদের সঙ্গে আমার যথেষ্ট কথাবার্তা হত। ওরা আমার কাছে বার বার জানতে চাইত, ভারতের শিক্ষাব্যবস্থা সম্পর্কে। জানতে চাইত ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতিপ্রকৃতি সম্পর্কে। আমি অবাক হয়ে দেখেছি, ওরা ভারতের শিক্ষাব্যবস্থা ও অর্থনেতিক বৃদ্ধির হার ও গতিপ্রকৃতির যথেষ্টই খবর রাখে। তবে ওদের ফন্দিটা ঠিক কী, তা অবশ্য আমি জানি না। আমাকে সে সব ওরা বলেনি। কিন্তু কথাবার্তায় আমার মনে হয়েছে, ভারত ওদের টার্গেট।’’

কোসানাম বলেছেন, ‘‘মারধর করেনি আমাকে। তবে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। ওদের বর্বর কার্যকলাপের ভিডিও দেখতে বাধ্য করেছিল আমাকে, বেশ কয়েক বার। আর আমার সঙ্গে খুব কর্কশ ব্যবহার করত ওরা। গালাগাল দিত। আমার মনে হয়েছে, ওরা বেশ আটঘাঁট বেঁধেই সন্ত্রাসবাদী কার্যকলাপে মেতেছে। ওরা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়তে চায়, দ্রুত। আর ওরা ওদের ফতোয়া সবার ওপরেই চাপিয়ে দিতে চায়। ওরা এক সময় আমাকে ওদের সংগঠনের হয়ে কাজও করতে বলেছিল। আমি বলেছিলাম, আমার তো অত অভিজ্ঞতা নেই! কাজ করব কী ভাবে?’’


এলুরুর চিকিৎসক রামমূর্তি আইএসের গোপন ডেরায় ছিলেন পাক্কা দেড় বছর। তিনি কাজ করতেন সির্তের লেবন-ই-সিনা হাসপাতালে। সেই সময়েই এক দিন হাসপাতালে ঢুকে আইএস জঙ্গিরা আমাকে তুলে নিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় ভারতীয় ইঞ্জিনিয়ার ওড়িশার সন্তান সমল প্রভাস রঞ্জন আর ফিলিপিন্সের সাত জন নার্সকে।-আনন্দবাজার
২৪ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে