বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০২:৪৫:৩৫

ব্রিটিশ পার্লামেন্টে হামলা, নিরাপদে টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ পার্লামেন্টে হামলা, নিরাপদে টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলায় হামলাকারী ও পুলিশসহ ৫ জন নিহত হয়েছেন। হামলার সময় পার্লামেন্ট ভবনেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেসহ অন্যান্য মন্ত্রী-এমপিরা।

এসময় সংসদ ভবনেই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তবে তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।

হামলার পরপরই টিউলিপের বোন আজমিনা সিদ্দিক টুইটারে জানান, পার্লামেন্টের বাইরে হামলার ঘটনা ঘটেছে। সংসদ সদস্যরা অফিসের ভেতরেই আছেন এবং নিরাপদে আছেন। টিউলিপ সিদ্দিকও নিরাপদে আছেন।

এর ঘণ্টাখানেক পরেই টিউলিপ সিদ্দিক টুইটারে জানান, ‘আমি এবং আমার অফিস নিরাপদে আছে। পার্লামেন্টের ভেতরে নিরাপদ কক্ষে আটকে আছি। তার খোঁজ নেবার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।   

এরপরে আরেকটি টুইট তিনি ওয়েস্টমিনস্টারের সবাইকে ধন্যবাদ জানান, তাদের বাঁচাতে এগিয়ে আসার জন্য।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে