বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০৭:৩১:১৩

লন্ডনে জঙ্গি হামলার দায় স্বীকার করলো আইএস

লন্ডনে জঙ্গি হামলার দায় স্বীকার করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করল সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএস ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে তারাই ওই হামলা চালিয়েছে। ও দিকে, লন্ডনে হামলার ঘটনায় জডিত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

লন্ডন পুলিশের সন্ত্রাসদমন বিভাগের শীর্ষ স্তরের অফিসার মার্ক রাউলি বৃহস্পতিবার সকালে বলেন, ''বার্মিংহাম ও লন্ডনের ৬টি জায়গায় তল্লাশি চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই কোনও মুসলিম সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য বা তার সঙ্গে কোনও না কোনও ভাবে জডিত বলে মনে হচ্ছে। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহতের সংখ্যা অন্তত ৪০।

লন্ডন পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট ভবনে হামলা চালিয়ে গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় এক নিরাপত্তারক্ষী পথ আটকালে জঙ্গিটি তাকে ছুরি মারে। সেখানেই মৃত্যু হয় নিরাপত্তারক্ষীটির। এর পর পুলিশ গুলি চালালে জঙ্গিটিও পাল্টা গুলি চালায়। তাতে মৃত্যু হয় এক পথচারীর। এর পর পুলিশের গুলিতে জঙ্গিটি নিহত হয়। ওই ঘটনার পরেই থমথমে হয়ে যায় গোটা পার্লামেন্ট চত্বর। সন্ত্রস্ত হয়ে পেডন এমপি-রা। তাদের দ্রুত ওয়েস্টমিনিস্টার অ্যাবে ও পুলিশের সদর দফতরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

গতকালই আমেরিকা ও ব্রিটেন একযোগে মুসলিমপ্রধান কয়েকটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের ইলেকট্রনিক গ্যাজেট হাত-ব্যাগে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপিয়েছিল। কারণ হিসেবে তারা সম্ভাব্য জঙ্গি হানার দিকেই ইঙ্গিত করে। লন্ডনের দুপুর প্রমাণ করল কোনও নিষেধাজ্ঞাই হামলা আটকাতে পারে না।

২৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে