শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০১:১৪:২৬

লন্ডনের মুসলিম মেয়রকে খোঁচা দিয়ে ট্রাম্প-পুত্রের টুইট

লন্ডনের মুসলিম মেয়রকে খোঁচা দিয়ে ট্রাম্প-পুত্রের টুইট

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলার পর লন্ডনের মেয়র সাদিক খানকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তার এমন আচরণের নিন্দা জানিয়েছেন অনেক বৃটিশ নাগরিক, রাজনীতিক।

যুক্তরাষ্ট্রে প্রশাসনিক কোনো পদে নেই ট্রাম্প জুনিয়র। মাঝে মাঝে তিনি তার পিতার সমর্থনে, বিরোধীদের দিকে সমালোচনার তীর ছুড়ে মারেন। ব্যস্ত থাকেন ব্যবসা নিয়ে। কিন্তু বুধবার যখন বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত হলেন তখন তিনি টুইট করলেন। তাতে লন্ডনে প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম মেয়র সাদিক খানকে খোঁচা দিলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন দ্য ওয়াশিংটন পোস্ট।

এতে বলা হয়েছে, গত বছর লন্ডনের পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট সাদিক খানের একটি উদ্ধৃতি তুলে ধরেছিল। তাতে সাদিক খান বলেছিলেন, বড় বড় শহরে  সন্ত্রাস এখন আনুষঙ্গিক বিষয় হয়ে উঠেছে। লন্ডন হামলার দুই ঘণ্টা পরে এ বিষয়ে টুইট করেন ট্রাম্প জুনিয়র। তিনি লিখেছেন, লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, সন্ত্রাসী হামলা বড় শহরগুলোর অংশ হয়ে উঠেছে। আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? অন্যদিকে বুধবার ওই হামলার পর সাদিক খান হামলার শিকার ব্যক্তি, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

নিহত পুলিশ কর্মকর্তা কিথ পালমারের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রকাশ করেছেন। বিবৃতিতে সাদিক খান বলেন, আমি লন্ডনের অধিবাসী ও পর্যটকদের উদ্বিগ্ন না হতে অনুরোধ করছি। আমাদের শহর এখনও বিশ্বের নিরাপদ শহরগুলোর অন্যতম। সন্ত্রাসের ভয়ে লন্ডনের মানুষ কখনও ভীত নয়। হামলার সময় বৃটিশ পার্লামেন্ট যখন অবরুদ্ধ হয়ে পড়ে, পুলিশ এর চারপাশ ঘিরে রাখে, বিগ বেন, লন্ডন আই ও ওয়েস্টমিনস্টার অ্যাবে’র চারদিকে বেষ্টনী তৈরি করে তখন কিন্তু দৃশ্যপটে তাকে দেখা যায়নি।

অর্থাৎ তিনি ‘লো প্রোফাইল’ বজায় রেখেছিলেন। এ জন্য টুইটার ব্যবহারকারীদের অনেকে ট্রাম্প জুনিয়রের সঙ্গে সুর মিলিয়েছেন। তারা মেয়র সাদিক খানের সমালোচনা করেছেন। কিন্তু অনেকেই তার পক্ষ নিয়ে এগিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য ওয়েস স্ট্রিটিং। তিনি ট্রাম্প জুনিয়রের মন্তব্যকে মর্যাদাহানীকর বলে অভিহিত করেছেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বেরিয়ে বৃটিশ এমপিরা সাদিক খানের প্রশংসা করেছেন।

হাউজ অব লর্ডস সদস্য পলা উদ্দিন বলেছেন, তার নিজের পরিচয় কি সেই একটি বিষয় নিয়ে ভাবা উচিত নয়। এখন এমন একটি সময় যখন সব লন্ডনিকে এটা বুঝতে হবে অন্য শহরগুলোতে যে হামলা হয়েছে তা এর আগে লন্ডনে কখনো হয়নি। এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই। এমজমিন
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে