শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৯:৪৫:৪২

এবার আসিয়ান গোষ্ঠীর সাহায্য চাইলেন কিম

এবার আসিয়ান গোষ্ঠীর সাহায্য চাইলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবার পরমাণু যুদ্ধ এড়াতে আসিয়ান (দক্ষিণ পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট) এর সাহার্য চেয়েছেন। তার লক্ষ্য যে করেই হোক কোরিয় উপদ্বীপ অঞ্চলে প্রবল পরমাণু যুদ্ধের সম্ভাবনা বন্ধ করা।

কোরিয় উপদ্বীপ ঘিরে পরমাণু যুদ্ধের ভয়াবহতা রুখতে প্রেসিডেন্ট কিম জং উনের পক্ষ থেকে আসিয়ান-কে একটি চিঠি পাঠানো হয়েছে। আসিয়ান প্রধান লে লুয়ং মিনের কাছে এই চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো। চিঠিতে উত্তর কোরিয়ার অভিযোগ করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাৎসরিক সেনা মহড়া কোরিয় উপদ্বীপের পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

দক্ষিণ পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) বা আসিয়ান নামে পরিচিত। এর সদস্য দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম।
২৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে