শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৭:৩৯:৪৯

আমেরিকা দেখতে গিয়ে ফিরছেন না লাখ লাখ পর্যটক

 আমেরিকা দেখতে গিয়ে ফিরছেন না লাখ লাখ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় বেড়াতে গিয়ে ভিসার রীতি লংঘন করে বেআইনীভাবে বসবাস শুরু করেছেন পর্যটকরা। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের এক হিসেবে দেখা গেছে, প্রতি বছর গড়ে পাঁচ লাখ পর্যটক আমেরিকায় বসবাস শুরু করেছেন। গত বছর পাঁচ কোটি ৪০ লাখ পর্যটক যান যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ছয় লাখ ২৯ হাজার এখনো আমেরিকাতেই রয়েছেন। এর মধ্যে শিক্ষার্থী ভিসাধারীও রয়েছেন।  

ইউরোপসহ বিশ্বের ৩৬ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই ৯০ দিন অবস্থান করতে পারেন যুক্তরাষ্ট্রে। পাঁচ কোটি ৪০ লাখ পর্যটকদের মধ্যে এসব দেশের নাগরিক নেই। ভিসা লঙ্ঘণকারী নাগরিকের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছেন আফগান (১৩ ভাগ) ও ইরাকি  নাগরিক (১১ ভাগ)।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানায়, আগে থেকেই প্রায় সোয়া কোটি অবৈধ ইমিগ্র্যান্টের সাথে বার্ষিক গড়ে পাঁচ লাখ করে যোগ হচ্ছে। এ অবস্থাকে ভয়ংকর বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।  

এয়ারপোর্ট অথবা জাহাজে আগতদের তথ্যই শুরু সংরক্ষণ করা হয়েছে উপরোক্ত তালিকায়। যদিও ট্যুরিস্টদের বিরাট একটি সংখ্যা আসছে স্থল পথে। মেক্সিকো হয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে আসার পর বসতি গড়া বিদেশীদের উচ্ছেদে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযান শুরুর পর ভিসা-রীতি লঙ্ঘণকারীদের এ তালিকা প্রকাশ করা হলো। এর ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান আরও বেগবান হবে বলে মনে করা হচ্ছে।  

তবে, এ তথ্যকেও শতভাগ সঠিক বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। কারণ, বিদেশীদের আসা-যাওয়ার তথ্য নিরূপণের জন্যে যে ধরনের প্রযুক্তি থাকা দরকার, তা অধিকাংশ বিমানবন্দর ও সমুদ্র বন্দরেই নেই। এখন আমেরিকার ফেডারেল কর্তৃপক্ষ ভিসা প্রদানের ক্ষেত্রে আরও কঠোর পন্থা অবলম্বনের কথা ভাবছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে