শনিবার, ২৭ মে, ২০১৭, ১২:১৮:৩৭

রমজ়ানে ভারতে মুসলিম কর্মচারীদের জন্য ১ ঘণ্টা কম ডিউটি

রমজ়ানে ভারতে মুসলিম কর্মচারীদের জন্য ১ ঘণ্টা কম ডিউটি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলাঙ্গানা সরকারের এক অভিনব পদক্ষেপে সারা ভারতে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজ়ান মাসে সকল সরকারি মুসলিম সম্প্রদায়ের কর্মীদের এক ঘণ্টা করে কম কাজ করতে হবে বলে জানানো হয়েছে।

গতকাল রাজ্য সরকারের তরফে একটি সার্কুলার জারি করা হয়েছে। সেই সার্কুলারে সরকারের তরফে প্রধান সম্পাদক এসপি সিং বলেন, “শিক্ষক ও আউটসোর্সিং স্টাফ সদস্য সহ সকল মুসলিম কর্মচারীরা পবিত্র রমজ়ান মাস চলাকালীন নিজেদের অফিস বা স্কুল থেকে বিকেল ৪টার সময় ছুটি পেয়ে যাবেন। এই নির্দেশ ২৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত কার্যকরী হবে।”


তবে সরকারের তরফে এও জানানো হয়েছে যে, জরুরিভিত্তিক কোনও প্রয়োজনে এই সরকারি সার্কুলারটি কার্যকরি হবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশটির মুসলিম সংগঠনগুলো।
২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে