শনিবার, ২৭ মে, ২০১৭, ০৬:৪১:৩৪

ভারতীয় সেনা মহিলাদের সম্ভ্রমহানী করে : বালাকৃষ্ণন

ভারতীয় সেনা মহিলাদের সম্ভ্রমহানী করে : বালাকৃষ্ণন

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সেনাবাহিনীকে নিয়ে নিন্দনীয় মন্তব্য করলেন ভারতের কেরালা রাজ্যের সিপিএমের সম্পাদক কোদিয়েরি বালাকৃষ্ণন। তিনি বললেন, সেনা মহিলাদের অপহরণ করে সম্ভ্রমহানী করতে পারে। কেউ প্রশ্ন করতে পারবে না।

কান্নুরের একটি সভায় তিনি বলেন, “সেনা ‌যা কিছু করতে পারে। চার জনের বেশি লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তারা শ্যুট করতে পারে। ‌যেকোনও মহিলাকে অপহরণ করে সম্ভ্রমহানী করতে পারে। তাদের প্রশ্ন করার অধিকার কারও নেই। সেনাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হলে তারা ‌যা ইচ্ছা করতে পারে।”

গত ১২ মে কান্নুরে এক আরএসএস কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপরই সে রাজ্যের বিজেপি সভাপতি কুম্মানাম রাজশেখরন দাবি করেছিলেন, কান্নুরে আফস্পা জারি করা হোক। সিপিএমের লোকেরাই এই খুনের পিছনে জড়িত বলে অভি‌যোগ করেন তিনি।

গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, ‌“যুদ্ধের মতো পরিস্থিতি হলে সেনা অফিসারদের হাত খুলে দেওয়া উচিত। সংসদের সদস্যদের সঙ্গে পরামর্শ করার দরকার নেই তাদের। তারা ‌যেটা প্রয়োজন মনে করবে, সেটাই করবে।”

এর প্রেক্ষিতেই সেনাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেন বালাকৃষ্ণন। তার এই মন্তব্যে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছে বিজেপি। ‌যদিও এখনও প‌র্যন্ত এনিয়ে ক্ষমা চাননি ওই সিপিএমের শীর্ষ নেতা।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে