সোমবার, ১৯ জুন, ২০১৭, ০৯:৩৮:২০

লন্ডনে মুসল্লিদের ওপর গাড়ি হামলা, বেশ কয়েকজন আহত

লন্ডনে মুসল্লিদের ওপর গাড়ি হামলা, বেশ কয়েকজন আহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নামাজ ফেরত মুসল্লিদের ওপর বেপরোয়া গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্ক এলাকার একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর বিবিসি, রয়টার্স, সিএনএন ও আলজাজিরা’র। হামলার পর দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) জানিয়েছে, একটি ভ্যান ‘উদ্দেশ্যমূলকভাবে’ মুসল্লিদের ওপর চালিয়ে দেয়। আহতদের বেশিরভাগই ইফতারের পর নামাজ শেষ করে বের হয়েছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের সামনে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয় হামলাকারীরা। এটি একটি ‘গুরুতর হামলার’ ঘটনা।

লন্ডন অ্যাম্বুলেন্স সেবা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও কর্মী পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি সেভেন সিস্টারস রোডের একটি ফ্ল্যাটে থাকেন। তিনি দেখেন, হঠাৎ করেই সেখানকার মানুষ ভয়ে চিৎকার করে উঠছেন।

এ সময় ফিনসবারি পার্ক মসজিদের সামনে একটি সাদা ভ্যান গিয়ে দাঁড়ায়। সেদিক থেকে পথচারীরা আসতেই দ্রুত গতিতে তাদের ওপর ভ্যানটি চালিয়ে দেয় সন্ত্রাসীরা।
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে