বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫, ১০:৪৩:৪৬

শান্তির খোঁজে ইউরোপে ১০৫ বয়সী বিবিহাল

শান্তির খোঁজে ইউরোপে ১০৫ বয়সী বিবিহাল

আন্তর্জাতিক ডেস্ক : বিবিহাল উজবেকির বয়স ১০৫। এই বয়সে নিজের ঘরই যেখানে শান্তি আর সুখের ঠিকানা হওয়ার কথা, তখন এই আফগান নারী ইউরোপের দুয়ারে ধর্না দিয়েছেন একটু স্বস্তির জন্য। এই বয়সে এমন একটি স্থান চাচ্ছেন, যেখানে যুদ্ধ থাকবে না, বোমা ফুটবে না। বিবিহালের বাড়ি আফগানিস্তানের কুন্দুজে। যুদ্ধের দামামা এড়িয়ে একটু শান্তির জন্য যে হাজার হাজার আফগান ইউরোপে পাড়ি দিয়েছে, তিনি তাদের একজন। সবুজ স্কার্ফ আর বাদামি কম্বল জড়িয়ে তাকে মঙ্গলবার ক্রোশিয়ার প্রধান উদ্বাস্তু শিবিরে বসে থাকতে দেখা যায়। তিনি একা এতটা পথ পাড়ি দেননি, সাথে আছে ছেলে, নাতি এবং আরো কয়েকজন স্বজন। এখানে আসতে তাকে পাহাড়-পর্বত, মরুভূমি, সাগর আর বনাঞ্চল পেরুতে হয়েছে। প্রতিটি পথই ছিল বিপজ্জনক। তার পাঁচ ভাগের এক ভাগ বয়সী অনেক মানুষও এমন পথ চলতে দুবার ভাবেন। কষ্ট, দুর্ভোগ কম হয়নি। রেড ক্রসের তাঁবুতে বসে দোভাষীর মাধ্যমে ফার্সি ভাষায় তিনি বলেন, ‘আমার পা যন্ত্রণা দিচ্ছে, তবে আমি ভালো আছি। তিনি যখন কথা বলছিলেন, তখন তার হাত কাঁপছিল। তিনি বলেন, তার ১৭ সদস্যের পরিবার ২০ দিন পথ চলে ইউরোপে এসেছেন। সাথে তার ৬৭ বছর বয়সী ছেলেও আছেন। আর আছে তার ১৯ বছর বয়সী নাতি। তারা সবাই তাদের মালামাল পিঠে বহন করেছেন। তিনি বানান, ‘আমরা অনেকবার সমস্যায় পড়েছি। আমি অনেক কষ্ট পেয়েছি। মাথায় আঘাত পেয়েছি। আমার মাথায় এখনো ক্ষত আছে।’ তাদের চূড়ান্ত গন্তব্য সুইডেন। ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে, তারা বিবিহাল উজবেকির কাগজপত্র পরীক্ষা করেছে, তারা নিশ্চিত হয়েছে, তার বয়স ১০৫ বছর। তার নাতিও বলেন, দাদির বয়স ওটাই, তবে সেটা নিশ্চিত হওয়ার কোনো প্রমাণ নেই। এখন যে শান্তির খোঁজে তারা ইউরোপে এসেছেন, সেটা পেলেই হয়। বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে, সেখানকার মানুষদের উদ্বাস্তু করে ইউরোপের দেশগুলো একের পর এক দরজা বন্ধ করে দিচ্ছে। তারা বিবিহালের হারিয়ে যাওয়া স্বস্তিটুকু ফিরিয়ে দেবে কি? সূত্র: ডেইলি সাবাহ ২৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে